
শরীয়তপুরে আসছে মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।
১৫ সেপ্টেম্বর দুপুরে তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, সহকারী পুলিশ সুপার তানভির আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ বক্তব্য রাখেন। জেলা ছয় উপজেলার মৎস্য কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তারা যৌথভাবে মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আশ্বাস দেন।
পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান বলেন, পুলিশ ও মৎস্য কর্মকর্তা এক হয়ে কাজ করলে অবশ্যই আমরা বিগত সকল সময়ের চেয়ে বেশী সফল হবো। এজন্য সকলকে আন্তরিকতার সাথে সরকারী দায়িত্ব পাল ন করতে হবে।