
শরীয়তপুর শহরে এক মুদি দোকানে তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। এসময় দোকান থেকে নগদ ৪০ হাজার টাকাসহ ১লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
গতকা সোমবার গভীর রাতে শরীয়তপুর জেলা শহরের ওয়াহিদ সুরার মার্কেটের মা-বাবার দোয়া ভ্যারাইটি স্টোরে এই চুরি হয়।
দোকানের কর্ণধার অপু মুন্সী জানান, প্রতিদিনের মতো রবিবার রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। সোমবার সকাল ১০টার দিকে এসে দেখি দোকানের সাঁটারে তালা ভাংগা। চোরেরা দোকানের ২টি তালা ভেঙে ক্যাশে থাকা নগদ ৪০ হাজার টাকাসহ ১লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
চুরির ঘটনায় মার্কেটের নাইট গার্ড কাশেমসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পালং মডেল থানা পুলিশ।