Friday 9th May 2025
Friday 9th May 2025

নড়িয়ায় পাঁচ’শ পরিবারের মাঝে ১৫ লাখ টাকা বিতরণ

নড়িয়ায় পাঁচ’শ পরিবারের মাঝে ১৫ লাখ টাকা বিতরণ

শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পাঁচশ পরিবারের মাঝে ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে নড়িয়া উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের “নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ বস্তিবাসিদের জীবন মান উন্নয়ণ” খাতের ১৫ লাখ টাকা বিতরণ করা হয়।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামাল হোসেন, নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন বেপারী, মোক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো, আলাউদ্দিন বেপারী, নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মোমিনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া যে সকল পরিবার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের মধ্যে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা।