
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আরো তিন ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে শরীয়তপুরে মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো- ১৩ জন।
২৫ এপ্রিল শনিবার শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তাদের নাম, গ্রাম ও অন্যান্য ঠিকানা প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম রাজিব ৩ জন ব্যক্তির করোনা সনাক্ত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।
২৫ এপ্রিল শনিবার বেলা ১১ টার সময় শরীয়তপুর সিভিল সার্জন অফিসের কন্ট্রোলার ডা: আ: রশিদ বলেন, শরীয়তপুর ৩ জন করোনা রোগি সনাক্ত হয়েছে, ৩ জনের বাড়িই নড়িয়া উপজেলার ভুমখারা ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের ৩ জন। এখন পর্যন্ত শরীয়তপুরে মোট ১৩ জন করোনা রোগি সনাক্ত হয়েছে। এ ছাড়াও নড়িয়ার এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |