শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরের করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

শরীয়তপুরের করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশনে থাকা করোনা উপসর্গ নিয়ে আতাউর রহমান (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায়।

শুক্রবার ৩ জুলাই বেলা ১২টার দিকে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হোন এবং দুপুর ২টার দিকে মারা যান। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শরীয়তপুরে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬৩৩ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫ জন। আক্রান্তদের মধ্যে নড়িয়ায় ০৯ ও ভেদরগঞ্জে উপজেলায় ২৩ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছে ৩১২ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১৬ জন।

শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল মুরাদ ০২ জুলাই বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছেন।
উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় মোট আক্রান্ত ২০৮ জন ও সুস্থ ৫৬ জন। জাজিরা উপজেলায় মোট আক্রান্ত ৭৯ জন, সুস্থ ৫৫ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় মোট আক্রান্ত ১০২ জন, সুস্থ ৫৬ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ৯৫ জন, সুস্থ ৫৯ জন ও মৃত্যু ১ জন। ডামুড্যা উপজেলায় মোট আক্রান্ত ৫৬ জন, সুস্থ ৪৩ জন ও মৃত ১ জন। গোসাইরহাট উপজেলায় মোট আক্রান্ত ৯৩ জন, সুস্থ ৪৩ জন।


error: Content is protected !!