
“একতাই শক্তি, একতাই বল ও একতাই উন্নতি” এ শ্লোগানকে সামনে রেখে নশাসন ইউনিয়নের একদল মেধাবী তরুণ তরুণী শিক্ষার আলোয় আলোকিত হয়ে ভাবলেন এলাকার দরিদ্র অসহায় মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন। তাই তারা ২০১৭ সালের ১লা অক্টোবর সকলে মিলে গড়ে তুললেন ‘শিক্ষার আলো ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।
মিজানুর রহমান-এর সভাপতিত্বে সবুজ আহমেদ ঢালীকে সাধারণ সম্পাদক করে তাদের কার্যক্রম শুরু করা হয়। তারা মেধাবী, দুর্বল ও অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ দিয়ে সাহায্য করে ঝরে পরা রোধ করা, গরীব ও অসহায়দের সাহায্য করা, সামাজিক কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ৪৪ জন সদস্য দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও অন্যান্য সহযোগিতা করেছেন।
করোনায় মহামারী শুরু হলে তারা তাদের কার্যক্রম আরো বাড়িয়ে দেন এবং বিভিন্নভাবে ৩ ধাপে অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এদের ক্ষেত্রে আমরা কবি কামিনী রায়ের ভাষায় বলা যায়, “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” যা তাঁরা পঙ্কতির মধ্যে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে যাচ্ছেন। ১ম ধাপে প্রাথমিক স্কুলের প্রায় ১০০ ছাত্র-ছাত্রীদের মাঝে সাবান বিতরণ করেন। ২য় ধাপে নশাসন ইউনিয়নের ৫৩ টি মসজিদে টিউবওয়েলের সাথে সাবান রেখে হাত ধোয়ার ব্যবস্থা করে দেন। ৩য় ধাপে করোনায় মহামারীর কারণে অসহায় হয়ে পরা ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও তারা করোনা ভাইরাসসহ বিভিন্ন অনিয়ম ও অসামাজিক কাজের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও কার্যক্রম চালিয়ে যাবেন।
সংগঠনের সদস্য, উপদেষ্টামন্ডলী, সমাজের জ্ঞানী-গুনী ও সামর্থ্যবান ব্যক্তিদের সার্বিক পরামর্শ ও আর্থিক সহায়তার মাধ্যমে সদস্যরা কাজ করে থাকেন।
সংগঠনের কাজকে গতিশীল করার জন্য প্রতি মাসে মতবিনিময় সভা করে এগিয়ে যাচ্ছেন সকলের ভবিষ্যৎ বি-নির্মাণে।