সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

মুজিববর্ষ উপলক্ষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি

মুজিববর্ষ উপলক্ষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বছরব্যাপী ফলজ, বনজ ও ঔষধি মোট ১০০ টি বৃক্ষরোপন করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

এরই অংশ হিসেবে শনিবার ১৮ জুলাই বঙ্গবন্ধু কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। এদিন ক্যাম্পাসে কয়েকটি ফলজ বৃক্ষ রোপন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মজিদ জরিনা ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য ও ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান নুরুল হক বেপারী, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এম. ফরিদ আল হোসাইন এবং শিক্ষকমন্ডলীর মধ্যে জসিম উদ্দিন আহমদ, হাশেম আলী, ইমরোজ মোহাম্মদ শোয়েব, মো: ফরিদুল ইসলাম, মিল্টন মোড়ল, মো: ফয়সাল আহমেদ প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষরোপন কর্মসূচি সফল করা হয়।


error: Content is protected !!