
শরীয়তপুরে বিস্ফোরক মামলার আসামী আবুল বাশার শেখকে (৫০) গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবুল বাসার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের গাগ্রীজোড়া গ্রামের মৃত লালু শেখ এর ছেলে। গ্রেফতারকৃত আসামী আবুল বাশার শেখ নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৭নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক ইউপি মেম্বার মো. আমজাদ আলী সরদার (আঞ্জু মেম্বার) হত্যা মামলার চারশীট ভুক্ত প্রধান আসামী এবং ১৯৯৬ সালে সেনা অভিযানে অস্ত্রসহ গ্রেফতার হয়ে ১৭ বছর সাজা খেটেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে আবুল বাশার শেখ কোটাপাড়া, প্রেমতলা, নশাসন, গাগ্রীজোড়া এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ইন্ধোন দিয়ে থাকে। তারই ইন্ধোনে বিভিন্ন স্থানে মারামারি, হানাহানি ও সন্ত্রাসী কর্মকান্ড ঘটছে।
বিস্ফোরক মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ওলিউর রহমান সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত ৯ডিসেম্বর শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া বাজারে আবুল বাশার শেখের দোকান থেকে ৫টি তাজা ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। নাশকতা সৃষ্টির উদ্যেশ্যে কক্টেল বোমা রাখার দায়ে আবুল বাশার শেখের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে পালং মডেল থানায় মামলা দায়ের হয়। ঐ মামলায় ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে আবুল বাশার শেখকে গ্রেফতার করা হয়েছে।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন বলেন, বিস্ফোরক মামলার আসামী আবুল বাশারকে আটকের পর বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।