
গত ৮ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হলো সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৮-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশ থেকে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে সনদ, মেডেল ও পুরস্কার তুলে দেন। উক্ত প্রতিযোগিতায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ডি এম সিফাত ঢালী গণিত ও কম্পিউটার প্রতিযোগিতায় নবম ও দশম শ্রেণির গ্রুপে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার গ্রহণ করেন। ডি এম সিফাত ঢালীর এ অর্জনে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা আনন্দিত। এ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ভবিষৎতে এ ধারা অব্যহাত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। সিফাত ঢালীর এ সফলতায় নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার সানজিদা ইয়াছমিন ও শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের উক্ত কৃতি শিক্ষার্থী ও তার প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল ও কলেজ পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থী সিফাত ঢালীর ঢাকা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনে আনন্দ প্রকাশ করেন। ভবিষৎতে এ সাফল্য ধরে রাখতে তিনি শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেন।