
কার্তিকপুর ছাবের পাক-এর ৪০ তম খেলাফত দিবস উপলক্ষে তিনদিন ব্যাপি ইসলামী জলসা ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোজাদ্দেদ-এ-জামান, আমীর-এ-কারওয়া হযরত শাহ নাছির উদ্দিন মুহাম্ম ফারুক আহমদ চিশতী ছাবেরী (মাঃ আঃ) কার্তিকপুরী ছাবের পাক-এর ৪০ তম খেলাফত দিবস উপলক্ষে তিনদিন ব্যাপি ইসলামী জলসা ও জিকির মাফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১০,১১,১২ রোজ সোম, মঙ্গল ও বুধবার, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ছাবরী নগর, দায়রা এর চিশতীছাবরী, ছাবের মঞ্জিল বিশাল ইসলামী জলসা ও জিকির মাহফিল আয়োজন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো দরবারের ভক্ত অনুসারিরা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ভিড় জমায়। জিকির মাফিল উপলক্ষে অনুষ্ঠানের অঙ্গিনায় গড়ে উঠে নানান রকম বাহারি দোকানপাট। রংঙ্গীন বাতি দিয়ে সাজানো হয়েছে মেলাস্থল। অনুষ্ঠানের মূল আকর্ষন পালাগান সহ নানান আয়োজনে মুখরিত হয় সব শ্রেণীর মানুষ।