শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

ডামুড্যায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

ডামুড্যায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

শরীয়তপুরে পূর্ব ডাম্ড্যুা চরভয়রা নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। স্থানীয় চুন্নু সরদার আইন ভঙ্গ করে বালু উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিয়তই সকাল থেকে নদীতে অবাধে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হলেও স্থানীয় প্রশাসনের কার্যকরী কোনো ভূমিকা নেই। নদী থেকে বালু উত্তোলন করে ইঞ্জিনচালিত নৌকা, বলগেট ও ছোট কার্গো দিয়ে ডাম্ড্যুা সহ শরীয়তপুরের বিভিন্ন স্থানে বালু সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার ৩ ডিসেম্বর সকালে পূর্ব-ডামুড্যার চর ভয়রা নদীতে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।

বৃহস্পতিবার দুপুরে নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি দেখতে গেলে স্থানীয় সাংবাদিকদের অবস্থান টের পেয়ে ড্রেজার মেশিন বন্ধ করে দেওয়া হয়।

ড্রেজার মালিক চুন্নু সরদার বলেন, ‘আমাকে উপজেলা ইউএনও সাহেব ড্রেজার চালাতে অনুমিত দিয়েছে। আপনারা যা পারেন করেন’। তবে এ বিষয়ে কোন অনুমতির কাগজ-পত্র দেখাতে পারেননি তিনি।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে অনুমিত দিবো কেন। কথাটি মিথ্যা। আমি বিষয়টি দেখছি এবং দ্রুত অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে।


error: Content is protected !!