
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে অসহায়, দুস্থ ও অপুষ্ট মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ খাদ্য বিতরণ করা হয়।
পুষ্টি খাদ্য তালিকায় রয়েছে, আলু ২ কেজি, উন্নত চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, পিয়াজ ২ কেজি, ছোলা ১ কেজি ও সয়াবিন তেল ১ লিটার।
এ উপলক্ষ্যে সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শেখ মোঃ মোস্তফা খোকন, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অপুষ্টি মানুষের মাঝে এই পুষ্টি খাদ্য সামগ্রী বিতরণ করেন।