বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকেঃ নাহিম রাজ্জাক এমপি

আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকেঃ নাহিম রাজ্জাক এমপি

শরীয়তপুর -০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি বলেছেন,আওয়ামীলীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে দাড়ায়, আওয়ামী লীগের নেতা-কর্মী সব সময় অসহায় মানুষের পাশে থাকে। জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলা’র আধুনিক রুপ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।

শুক্রবার সকাল ১০টায় ডামুড্যা উপজেলা প্রাঙ্গনে উপজেলা প্রশাসন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ কালে বলেন।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচি আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ডামুড্যা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে গৃহ নির্মান ব্যয় বাবদ অর্থের চেক ও ঢেউটিন বিতরণ করলেন শরীয়তপুর -০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।

ডামুড্যা উপজেলা পরিষদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৭ জনের মাঝে ৭৫ বান্ডেল ডেউটিন ও ৬ হাজার করে টাকা মোট ২ লক্ষ ২৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কাজের উদ্বোধন করেন শরীয়তপুর -০৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি , উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমুখ।


error: Content is protected !!