Friday 9th May 2025
Friday 9th May 2025

ডামুড্যায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী

ডামুড্যায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী

শরীয়তপুরের ডামুড্যায় শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার ৫ আগস্ট দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। এসময় ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সব্যাচাজী মজুমদার,মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান,সমবায় কর্মকর্তা রাশেদ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতালেব হোসেন, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ফারুক আলম,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটিতে বিভিন্ন মসজিদে দোয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও অফিসে ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী বিষয়ক মাস ব্যাপি ব্যানার প্রদর্শন শুরু করা হয়েছে।