মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোসাইরহাটে স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন ডিসি

গোসাইরহাটে স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন ডিসি

শরীয়তপুরের গোসাইরহাটে ইদিলপুর ইউনিয়নে দেওয়ান মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সরকার এলজিএসপি-৩ প্রকল্পের উদ্যোগে গরীব ও মেধাবীদের ৮টি বাইসাইকেল বিতরণ করা হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে স্কুল ছাত্রীদের হাতে এ বাইসাইকেল তুলে দেওয়া হয়।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনা বৃদ্ধি সহায়ক হিসেবে বাইসাইকেল পেয়েছে গোসাইরহাটে দেওয়ান মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।
এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান মো. ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আবুল খায়ের, ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারি, গোসাইরহাট উপজেলা যুবলীগের সভাপতি মো. নুরুজ্জামান মৃধা, গোসাইরহাট পৌরসভার সচিব মো. রকিবুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


error: Content is protected !!