Sunday 11th May 2025
Sunday 11th May 2025

গোসাইরহাটে ১৮০ কৃষক পরিবাবের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

গোসাইরহাটে ১৮০ কৃষক পরিবাবের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ
গোসাইরহাটে ১৮০ কৃষক পরিবাবের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ১৮০ টি কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রাসরণ অধিদফতর।

সোমবার (৪ মে) দুপুর দেড়টার দিকে গোসাইরহাট উপজেলায় এ বীজ বিতরণ করা হয়।

এ সময় গোসাইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার, কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা মো. সাহাবুদ্দিন, অনিরুদ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাকি বিল্লাহ্, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. খলিল প্রমূখ উপস্থিত ছিলেন।

গোসাইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার বলেন- প্রধানমন্ত্রী দেশরত্ন মাননীয় শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি খালি জায়গা রাখা যাবে না। সব খালি জায়গায় ফসল উৎপাদন করতে হবে। তাই উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদফতরের নিজস্ব উদ্যোগে গোসাইরহাট উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৮০ টি কৃষক পরিবাবের মাঝে লাউ, ঢেঁরস, ধুন্দল, পুইশাক, লালশাক বিনা মুল্যে বীজ বিতরণ করা হয়েছে৷