
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ১৮০ টি কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রাসরণ অধিদফতর।
সোমবার (৪ মে) দুপুর দেড়টার দিকে গোসাইরহাট উপজেলায় এ বীজ বিতরণ করা হয়।
এ সময় গোসাইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার, কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা মো. সাহাবুদ্দিন, অনিরুদ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাকি বিল্লাহ্, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. খলিল প্রমূখ উপস্থিত ছিলেন।
গোসাইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার বলেন- প্রধানমন্ত্রী দেশরত্ন মাননীয় শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি খালি জায়গা রাখা যাবে না। সব খালি জায়গায় ফসল উৎপাদন করতে হবে। তাই উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদফতরের নিজস্ব উদ্যোগে গোসাইরহাট উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৮০ টি কৃষক পরিবাবের মাঝে লাউ, ঢেঁরস, ধুন্দল, পুইশাক, লালশাক বিনা মুল্যে বীজ বিতরণ করা হয়েছে৷