সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোসাইরহাট বাজারে মনিটরিং অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গোসাইরহাট বাজারে মনিটরিং অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার (১২ এপ্রিল) শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচাবাজার, ঔষধের দোকান ও ফলের দোকান পরিদর্শণ করা হয়। এ সময় ধার্যকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।

এছাড়া অভিযান পরিচালনাকালে উপস্থিত জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ ও মাস্ক পরিধান করতে উৎসাহ প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম।


error: Content is protected !!