
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান এর নির্দেশনায় শরীয়তপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ এরশাদুজ্জামান মৃদুল এর তত্তাবধায়নে গোসাইরহাট উপজেলায় তিনটি হ্যান্ড ওয়াশ বেসিন নির্মাণ করা হয়।
মঙ্গলবার ৩০ জুন বেলা ১১ টার দিকে উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হুসাইন।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন বলেন এ যুদ্ধে আমরা জয় হতে পারবো। বার বার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে। তাই তিনি সকলকে নিজ ঘরে থাকতে অনুরোধ করেন। পাশাপাশি অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না যাওয়াটাই ভালো। সেই সাথে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ তাহমিনা আক্তার চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কুদ্দুস হাওলাদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রিপন মিয়া, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা গোপাল হালদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ খাইরুল ইসলাম ও সংবাদ মোহনা শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান প্রমুখ।