Friday 9th May 2025
Friday 9th May 2025

গোসাইরহাটে ডেঙ্গুজ্বরে কলেজ ছাত্রের মৃত্যু

গোসাইরহাটে ডেঙ্গুজ্বরে কলেজ ছাত্রের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দাদন মৃধা (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগষ্ট) সন্ধ্যার দিকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। দাদন উপজেলার মাছুয়াখালী গ্রামের জামাল মৃধার ছেলে। সে উপজেলার সামসুর রহমান কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

শরীয়তপুরের সিভিল সার্জন ড. খলিলুর রহমান জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৩ আগষ্ট থেকে দাদন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলের দিকে অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসক তাকে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সদর হাসপাতালে নেওয়ার পথে দাদন মারা যায়।