Monday 31st March 2025
Monday 31st March 2025

স্পেনের ইতিহাস গড়তে যাচ্ছেন রোজাদার ইয়ামাল

স্পেনের ইতিহাস গড়তে যাচ্ছেন রোজাদার ইয়ামাল
স্পেনের ইতিহাস গড়তে যাচ্ছেন রোজাদার ইয়ামাল

লামিন ইয়ামাল স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে ম্যাচ খেলতে নামবেন। আগামী ২১ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে এই কীর্তি গড়বেন ১৭ বছর বয়সী এই তরুণ। বার্সেলোনার হয়ে রোজা রেখে খেলার অভিজ্ঞতা থাকলেও, স্পেনের জাতীয় দলের জার্সিতে এটিই প্রথম। মরোক্কান মুসলিম বাবার সন্তান ইয়ামাল জানিয়েছেন, পানিশূন্যতা এড়াতে ইলেক্ট্রোলাইট পানীয় ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে তিনি প্রস্তুত। এর আগে স্পেনের মুসলিম ফুটবলাররা রমজানে জাতীয় দলের হয়ে খেলেননি।