
বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান অবশেষে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কাউন্টি ক্রিকেটে প্রশ্নবিদ্ধ হওয়ায় আগের দুই পরীক্ষায় তিনি ব্যর্থ হন। তবে ৯ মার্চ ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে দেওয়া তৃতীয় পরীক্ষায় তাঁর ২২টি ডেলিভারিই বৈধ প্রমাণিত হয়। ফলে, সাকিবের ওপর থাকা বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি যুক্তরাজ্যে দুই সপ্তাহ অনুশীলন করেন, যেখানে কাউন্টি দল সারে তাঁকে সহায়তা করে। এবারও দলটি সাকিবকে পেতে আগ্রহী বলে শোনা যাচ্ছে।