Monday 31st March 2025
Monday 31st March 2025

ভারতের পথে বাংলাদেশ ফুটবল দল

ভারতের পথে বাংলাদেশ ফুটবল দল
ভারতের পথে বাংলাদেশ ফুটবল দল

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আজ সকালে ২৪ সদস্যের দল নিয়ে ভারত রওনা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে দলটি কলকাতা হয়ে শিলং পৌঁছাবে এবং আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে। চূড়ান্ত স্কোয়াডে নতুন মুখ হামজা চৌধুরী ও আল আমিন জায়গা পেয়েছেন, তবে আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন শেষ মুহূর্তে বাদ পড়েছেন। ২৫ মার্চ ম্যাচের আগে আরও একজন খেলোয়াড় ছাঁটাই করা হবে।