
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আজ সকালে ২৪ সদস্যের দল নিয়ে ভারত রওনা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে দলটি কলকাতা হয়ে শিলং পৌঁছাবে এবং আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে। চূড়ান্ত স্কোয়াডে নতুন মুখ হামজা চৌধুরী ও আল আমিন জায়গা পেয়েছেন, তবে আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন শেষ মুহূর্তে বাদ পড়েছেন। ২৫ মার্চ ম্যাচের আগে আরও একজন খেলোয়াড় ছাঁটাই করা হবে।