Monday 31st March 2025
Monday 31st March 2025

আর্জেন্টিনার জয়, ইতিহাসে আলমাদার ২০০০তম গোল

আর্জেন্টিনার জয়, ইতিহাসে আলমাদার ২০০০তম গোল
আর্জেন্টিনার জয়, ইতিহাসে আলমাদার ২০০০তম গোল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। মন্টেভিডিও সেন্টেনারিও স্টেডিয়ামে ইনজুরি আক্রান্ত মেসি, দিবালা ও লাউতারোকে ছাড়াই মাঠে নামে দলটি। ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৮ মিনিটে, ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে আর্জেন্টিনাকে জয় এনে দেন ডিয়েগো আলমাদা। এই গোলটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ২০০০তম গোল হিসেবে নথিভুক্ত হয়েছে।

শেষ মুহূর্তে উরুগুয়ের এক খেলোয়াড়ের মুখে লাথি মারায় নিকো গঞ্জালেস লাল কার্ড দেখেন। বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, আর মাত্র ১ পয়েন্ট পেলেই তারা ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে।