Monday 31st March 2025
Monday 31st March 2025

খুলনার পিকচার প্যালেস মার্কেটে আগুন, অর্ধশত দোকান আগুনে পুড়ে গেছে

খুলনার পিকচার প্যালেস মার্কেটে আগুন, অর্ধশত দোকান আগুনে পুড়ে গেছে
খুলনার পিকচার প্যালেস মার্কেটে আগুন, অর্ধশত দোকান আগুনে পুড়ে গেছে

খুলনার প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯মার্চ) ভোর ৫টা ৪০মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টা সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই আগুনে অস্থায়ী ওই মার্কেটের সব দোকান পুড়ে গেছে।এ মার্কেটে অন্তত ৫০ টি দোকান ছিল বলে জানা গেছে।

আগুনে পুড়ে যাওয়া এসব দোকানে কসমেটিকস, জামাকাপড়, জুতা, ব্যাগ, সহ ঈদ উপলক্ষ্যে নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসে ছিলেন দোকানিরা।

ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে একবছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ঈদের আগে ব্যবসায়ীদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে জানিয়ে আর্তনাদ করতে দেখা গেছে অনেককে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে এ বিষয় খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম কে জানায়, খুলনা নগরীর পিকচার প্যালেস সুপার মার্কেটে ভোর সাড়েপাচটা দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ওই মার্কেটের প্রায় ৫০ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

,#