
বাংলাদেশ জাতীয় নাগরিক বাজির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে শহীদ কন্যা ধর্ষণ মামলার অপর আসামিকে গ্রেফতার করতে হবে।
২৪ ঘন্টার মধ্যে তা কার্যকর না হলে এনসিপি তাদের মতো করে মাঠে থাকবে। সাম্প্রতিক ধর্ষণসহ বিভিন্ন অরাজকতার সাথে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ কিনা তাও খতিয়ে দেখতে হবে।
তিনি বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একথা বলেন।
জুলাই বিপ্লবে নিহত শহীদের গণ-ধর্ষনের শিকার কলেজ পড়ুয়া মেয়েকে দেখতে পটুয়াখালী গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে মাইক্রোবাসে পটুয়াখালী সদর হাসপাতালে যান তিনি।
এসময় হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।
নাহিদ ইসলামের সফর সঙ্গী হিসেবে আসেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ ও গণতান্ত্রিক ছাত্র ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান।
গত মঙ্গলবার সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে নিহত পিতার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী কিশোরী।
এসময় একই এলাকার মুন্সিবাড়ির কাছে পৌঁছলে স্থানীয় মৃত মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী(১৯) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী(২০)তাঁর মেয়ের হাত পা চেপে ধরে সড়কের পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়।
এরপর তাঁর মেয়েকে ধর্ষন করে তাঁরা। এসময় ওই দুই যুবক ধর্ষনের ভিডিও তাদের মোবাইলে ধারণ করে মুখ বন্ধ রাখতে ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেয়া হয়।