
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। তিনি বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে, যেখানে জনগণের প্রধান চাওয়া গণহত্যার বিচার এবং ১৫ বছরের রাজনৈতিক সংকটের সমাধান। দেশকে অস্থিতিশীল করার জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক ষড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেন। জনগণকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।