
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, গত ১১ মার্চ ক্যান্টনমেন্ট থেকে তাঁকে ও আরও দুজনকে আসন সমঝোতার বিনিময়ে এ প্রস্তাব দেওয়া হয়। পরিকল্পনায় শেখ হাসিনাকে অস্বীকার করে “বঙ্গবন্ধুর আওয়ামী লীগ” গঠনের কথা বলা হয়। হাসনাত এই প্রস্তাবের বিরোধিতা করেন এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানান। তিনি জনগণকে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।