
যশোরে চিহ্নিত সন্ত্রাসী ও ২৪ মামলার আসামি কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, রাকিবের বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র মামলা, চারটি বিস্ফোরক মামলা ও চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে। আওয়ামী লীগের শাসনামলে তিনি রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর আগেও একাধিকবার গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি।