রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দেয় এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনীসহ তিনজনকে আটক করে। মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
চৌরঙ্গী ( মেট্রো ক্লিনিক সংলগ্ন ), শরীয়তপুর সদর, শরীয়তপুর
টেলিফোন: 02 4788 15138 মোবাইল: 01976956331, 01716-956330
drudrabarta@gmail.com
সম্পাদক কর্তৃক প্রতিমা আর্টপ্রেস শরীয়তপুর থেকে মুদ্রিত ও পাইলটভবন ভোজেশ্বর, শরীয়তপুর থেকে প্রকাশিত