Monday 31st March 2025
Monday 31st March 2025

রমজানের স্বাগতম জানিয়ে শরীয়তপুর ইসলামী আন্দোলনের মিছিল

রমজানের স্বাগতম জানিয়ে শরীয়তপুর ইসলামী আন্দোলনের মিছিল
রমজানের স্বাগতম জানিয়ে শরীয়তপুর ইসলামী আন্দোলনের মিছিল

আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধের দাবিতে শরীয়তপুরে স্বাগত মিছিল করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার বাদ আছর শহরের পালং উত্তর বাজার জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি এস এম আহসান হাবিব, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান, সংগঠনিক সম্পাদক মাওলানা হযরত আলী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সেক্রেটারি মুফতি মনির হোসেন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুহা. তারেক জামিল, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ ফিরোজ আলম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

এসময় বক্তারা পবিত্র রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।