
বিনা খরচে সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও জনবান্ধব করার লক্ষ্যে শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ মার্চ বিকেলে ৩টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড), শরীয়তপুর জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সোলায়মানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) শেখ হাফিজুর রহমান।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবুল বাশার মিঞা।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ খালেদ মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আল নোমান, মেডিকেল অফিসার ডাঃ কাওছার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফ উজ্জামান, জেলা তথ্য অফিসার শাহীন মিয়া, সরকারি কৌশলী (জিপি) এড. মোঃ শাহাদাৎ হোসেন, পাবলিক প্রসিকিউটর ( পিপি) এড. মনিরুজ্জামান দিপু, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল (পিপি) ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ কামরুল হাসান, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ জাহাঙ্গীর আলম কাসেম, জেল সুপার মোহাম্মদ গোলাম দস্তগীর ও ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আবু তালহা প্রমূখ।
আগামী ২৮ এপ্রিল লিগ্যাল এইড দিবস উদযাপন সফল করতে প্রস্তুতিমূলক মুক্ত আলোচনা করা হয়েছে।