
শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক জন সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে সরকারি এবং বেসরকারি অংশী জনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) বেলা সাড়ে ১২ হতে ২ টা পর্যন্ত শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডিএলজি সভা কক্ষে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পিংকি সাহা’র সভাপতিত্বে ও
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের শরীয়তপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী’র সঞ্চালনায় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, ইন্সট্রাক্টর জাতীয় মহিলা সংস্থা, জেলা তথ্য অফিসার সহ বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন- ব্রাক, নুসা, ওকাপ, জাগরণী চক্র ইত্যাদি জেলা প্রতিনিধিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার এলজি শাখা, ইমাম ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের শরীয়তপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং শরীয়তপুর জেলার অগ্রগতি ও কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিগত বছরে (২০২৪ সালে) গ্রাম আদালতের মাধ্যমে ১৩৪৩ টি মামলা গ্রহণ ও ১২২৯ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে যার মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ২ কোটি ৫৬ লক্ষ ৬৫ হাজার ৫ শত টাকা।
সভায় অংশগ্রহণকারীদের সাথে গত সভার পরিকল্পনা ধরে আউটরিচ কর্মসূচীর ফলোআপ করেন সভাপতি মহোদয় এছাড়াও আলোচনা ও প্রশ্নউত্তরের মাধ্যমে পরবর্তী কোয়ার্টারের জন্য নতুন পরিকল্পনা তৈরি করা হয়।
অনুষ্ঠানে গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগনকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ও শরীয়তপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পিংকি সাহা বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ যাতে করে গ্রাম আদালতে সঠিক বিচার পেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময়; অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করবেন তা তুলে ধরেন।