
ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা। আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শরীয়তপুর জেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ের শহীদ মামুন চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মোড়ের শহীদ মামুন চত্বরে এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের বক্তারা বলেন, মানবতার চিহ্নিত দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।
১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ শুধু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে।
বক্তারা আরো বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত চলা ১৬ মাসে ইসরায়েল ১৮ হাজারেরও বেশি শিশুসহ ৪৮ হাজার ২০০ জনেরও বেশি নিরপরাধ বেসামরিক নাগরিককে শহীদ করেছে। এ ছাড়া ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের এই গণহত্যা মানব ইতিহাসের সব নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে।
এ সময় জেলা ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত কাউসার, সেক্রটারি কামরুজ্জামান কাউসার, সাবেক জেলা সভাপতি শহিদুল ইসলাম, এ্যাডভোকেট দেওয়ান সিদ্দীক ভাইসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।