Monday 31st March 2025
Monday 31st March 2025

ডামুড্যায় খোদাবক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

ডামুড্যায় খোদাবক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
ডামুড্যায় খোদাবক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

শরীয়তপুরের ডামুড্যায় খোদাবক্স মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় খোদাবক্স মেমোরিয়াল লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সদস্য আম্বারিন ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের সাবেক সহকারী প্রধান শিক্ষক জুলহাস মিয়া, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান, চরমালগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।

শিক্ষাবৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশন, আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় ও চরমালগাঁও উচ্চ বিদ্যালয়। প্রতিটি বিদ্যালয় থেকে ১৫ জন করে মোট ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের সাবেক সহকারী প্রধান শিক্ষক জুলহাস মিয়াকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এই আয়োজনের মাধ্যমে খোদাবক্স মেমোরিয়াল ফাউন্ডেশন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।