বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা : নাহিম রাজ্জাক এমপি

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা : নাহিম রাজ্জাক এমপি

জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ আগস্ট বেলা ১২ টায় গোসাইরহাট পৌরসভার দাশের জঙ্গল বাজারের গো-হাট মাঠে গোসাইরহাট পৌরসভার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন কাহিনী নিয়ে আলোচনা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়।

গোসাইরহাট পৌরসভার মেয়র আবদুল আউয়াল সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।

গোসাইরহাট পৌর নির্বাহী কর্মকর্তা আঃ আলিম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিকদার, সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম লিটন দেওয়ান, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো.আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহআলম শেখ, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, যুবলীগের সাধারণ সম্পাদক বাবলু মৃধা, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, গোসাইরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরগনসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা।

এসময় অনুষ্ঠানে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি বলেন, বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন। বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে আমরা সবাই কাজ করবো আপনারাও আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবেন।


error: Content is protected !!