Monday 31st March 2025
Monday 31st March 2025

আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নড়িয়া বিক্ষোভ সমাবেশ

আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নড়িয়া বিক্ষোভ সমাবেশ
আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নড়িয়া বিক্ষোভ সমাবেশ

আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে শরীয়তপুরের নড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নড়িয়া মডেল মসজিদের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের মেইন সড়ক প্রদক্ষিন করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নড়িয়া বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মুফতি শহীদুল হক। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নড়িয়া মডেল মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ হুসাইন, দক্ষিন নড়িয়া সরদার বাড়ী মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ আহমেদ, ইসলামী যুব আন্দোলন নড়িয়া থানা সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আল্লাহ ও নবী রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় শক্ত হাতে তাদের দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি মুলক মন্তব্য করা রাখাল রাহা ও হাসান গালিব কে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যাবো। ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ) এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না।

সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারকে সংসদে এ বিষয়ে আইন পাস এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।