
নড়িয়া উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে নড়িয়া বিশিষ্টজনদের নিয়ে বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নড়িয়া উপজেলা (পূর্ব) আমীর মাওলানা কাজী আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা: মাহমুদ হোসেন বকাউল।
প্রধান আলোচক,জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার আমীর অধ্যক্ষ মোঃ আব্দুর রব হাশেমী ।
সঞ্চালনায় ছিলেন নড়িয়া উপজেলা আমীর ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার আমির সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি ও নড়িয়া উপজেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।