
শরীয়তপুরের নড়িয়া জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সল এর হুকুমে আসন্ন মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দাওয়াতি ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বুধবার ১৮রমজান মোতাবেক ১৯মার্চ বিকাল ৩ টায় নড়িয়া উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে নড়িয়া পৌরসভা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা জাকের পার্টির সভাপতি আবু তাহের ছৈয়াল।
আলোচনা দাওয়াতি ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জাকের পার্টির সভাপতি ও পদ্মা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল কাজি,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি তালামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসারআহম্মেদ চাঁদপুরী, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ছৈয়াল, জেলা প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন সিকদার,
শরীয়তপুর জেলা জাকের পার্টি মৎসবীজী ফ্রন্ট সভাপতি মোঃ আজিজুল ইসলাম , জেলা সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, ভেদরগঞ্জ উপজেলা জাকের পার্টির প্রস্তাবিত সভাপতি মোঃ আবুল কালাম চৌধুরী, নড়িয়া পৌরসভা সভাপতি আলতাব বেপারী, শরীয়তপুর জেলা জাকের পার্টি সহ স্থানীয় উলামায়ে কেরাম, জাকের পার্টির জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেত্রী বৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ রোজাদার মুসল্লীগন।
আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যানে দোয়া মোনাজাত করেন মুফতি মাওলানা কাউসার আহম্মেদ চাদপুরী।