
মাদারীপুরে মসজিদে ঢুকে তিন ভাইকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি হোসেন সরদার (৬০) গ্রেপ্তার হয়েছেন। র্যাবের একটি বিশেষ দল মঙ্গলবার গভীর রাতে ঢাকার আশুলিয়া থানার চিত্রাশাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি আশুলিয়ার কাঁঠালতলা জামে মসজিদে আত্মগোপনে ছিলেন।
বুধবার (১২ মার্চ) দুপুরে বরিশালে র্যাব-৮-এর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
তিনি জানান, বালু উত্তোলন ও বালু মহালের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে গত ৮ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে হোসেন সরদারের নেতৃত্বে ৮০-৯০ জনের একটি দল সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়। প্রাণ বাঁচাতে সাইফুল ও তার দুই ভাই পাশের সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তবে হামলাকারীরা মসজিদে ঢুকে সাইফুল ও তার ভাই আতাউর সরদারকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। গুরুতর আহত তাদের চাচাতো ভাই পলাশ সরদারকে (১৮) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও পাঁচজন আহত হন এবং হামলাকারীরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
নিস্তার আহমেদ জানান, এই ঘটনায় মোট ৫৯ জনকে আসামি করে মামলা হয়েছে। র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের আরেক অভিযানে এজাহারভুক্ত আসামি সুমন সরদার (৩৩) গ্রেপ্তার হয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।