
বলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে ইউটিউব দেখে নিজেই নিজের অপারেশন করে ভয়াবহ বিপদে পড়েছেন ভারতের উত্তর প্রদেশের রাজা বাবু (৩২)। দীর্ঘদিনের পেটের ব্যথার সমাধান খুঁজতে তিনি স্থানীয় বাজার থেকে অস্ত্রোপচারের সরঞ্জাম কিনে নিজেই নিজের তলপেটে ব্লেড চালান এবং পরে ১১টি সেলাই করেন। অ্যানেস্থেসিয়ার প্রভাব কাটার পর প্রচণ্ড ব্যথায় চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, তিনি অ্যাপেনডিসাইটিসে ভুগছিলেন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।