Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

সংখ্যালঘু হামলা রাজনৈতিক, ধর্মীয় নয়: ড. ইউনূস

সংখ্যালঘু হামলা রাজনৈতিক, ধর্মীয় নয়: ড. ইউনূস
সংখ্যালঘু হামলা রাজনৈতিক, ধর্মীয় নয়: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে সাক্ষাতে বলেছেন, গত আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।
১৮ মার্চ ঢাকায় এই বৈঠকে সিনেটর পিটার্স সংখ্যালঘু ইস্যুতে ভুল তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ড. ইউনূস সব নাগরিকের মানবাধিকার রক্ষার অঙ্গীকার ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তিনি মার্কিন নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে ধর্মীয় সম্প্রীতির প্রকৃত চিত্র উঠে আসে। নির্বাচন ডিসেম্বরে বা কয়েক মাস পরে হতে পারে বলে জানান তিনি।