
শরীয়তপুরে সখিপুর থানা এলাকা থেকে তিন শত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
বুধবার ১৯ মার্চ বিকালে সখিপুর বাজারে সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে সখিপুর থানার ওসি ওবায়দুল হক তার সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে। এসময় তাঁদের ব্যবহারিত একটি লাল রঙের ১৫০ সিসি সুজুকি মটরসাইকেল ও আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- নড়িয়া উপজেলার থিরোপাড়া এলাকার ছামেদ সরদার ছেলে জসিম পাইক ওরফে কালা পাইক (৩৮) ও একই উপজেলার কলারগাও গ্রামের সেকান্দার পাইক এর ছেলে মোঃ রোমান পাইক (২৬) । গ্রেফতারের পর তাদের হেফাজত হতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সখিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওবায়দুল হক দৈনিক রুদ্রবার্তাকে জানান, সখিপুর বাজারে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের ব্যবহারিত একটি লাল রঙের ১৫০ সিসি সুজুকি মটরসাইকেল ও আটক করা হয়। প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হবে।