
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ দুই দিনের সফরে চীন যাচ্ছেন। এ সফরে তিনি বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শেষে তিনি চীনের উদ্দেশে রওনা হবেন। ২৭ মার্চ হাইনানের বাও ফোরামে যোগ দেওয়ার পর তিনি বেইজিংয়ে যাবেন, যেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
সূত্র আরও জানায়, ড. ইউনূস চীনা প্রেসিডেন্টের পাঠানো বিশেষ ফ্লাইটে সফর করবেন এবং সীমিত সময়ের কারণে ফোরামে অংশ নেওয়ার পর ফের সেই বিশেষ ফ্লাইটেই বেইজিং ফিরতে পারেন।
প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর এটি তার একাধিক আন্তর্জাতিক সফরের ধারাবাহিক অংশ। এর আগে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশন, কপ-২৯, ডি-৮ সম্মেলন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের বেইজিং সফর কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি বাংলাদেশের জন্য চীনের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।