
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর তাদের ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের করে। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর মিছিলটি শুরু হয় এবং প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে চলতে থাকে।
মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, ফলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
এদিকে, রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে, ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, এই সংগঠনের যেকোনো কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।