
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাঁর দল আসন্ন নির্বাচনের জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। তবে তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন যে, পুলিশ প্রশাসনের বর্তমান অবস্থা বিবেচনায় নির্বাচন আয়োজন বেশ চ্যালেঞ্জিং হতে পারে। শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, “আমি কখনো বলিনি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়। আমার বক্তব্য ছিল, পুলিশের যে দুর্বল অবস্থা বিরাজ করছে, তাতে সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি।” তিনি জানান, সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য সংশোধনের অনুরোধও জানান তিনি।
দলের আর্থিক সংস্থান নিয়ে নাহিদ বলেন, “আমরা সমাজের সচ্ছল ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার ওপর নির্ভর করছি। এছাড়া, অনলাইন ও অফলাইন ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয় স্থাপন ও নির্বাচনী তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে।” তিনি মনে করেন, পুলিশ প্রশাসনের দীর্ঘদিনের অভিজ্ঞতার অভাব এবং সক্ষমতার ঘাটতি নির্বাচনের পূর্বশর্ত হিসেবে আইনশৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে বড় বাধা।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর সহিংসতা, ধর্ষণ ও ইভটিজিংয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিন এবং অপরাধীদের বিচারের আওতায় আনুন।”
জাতীয় নাগরিক পার্টির প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। এই সভায় দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের প্রতি তাদের অঙ্গীকার নিয়ে আলোচনা হয়েছে।