
শরীয়তপুর জেলা মাইক্রোবাস ও প্রাইভেটকার মালিক সমিতির উদ্যোগে ৭ই রমজানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার শহরের শিল্পকলা মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাইক্রোবাস ও প্রাইভেটকার মালিক সমিতির সভাপতি মাহবুব আলম তালুকদার।
জেলা মাইক্রোবাস ও প্রাইভেটকার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার বলেন, মানুষের সেবার মানসিকতা নিয়ে পরিবহন ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লিপ্ত থাকেন। কার মাইক্রোবাস মালিক সমিতির প্রতিটি সদস্য সংগঠনের মাধ্যমে কাজ করে থাকে মানুষের কল্যাণে। সকল কার মাইক্রোবাস পরিবহন ব্যবসায়ীকে সৎভাবে উপার্জন করতে হবে। সকলকে সজাগ থাকতে হবে যাতে কেউ যেন পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
আলোচনা সভা শেষে সংগঠন সার্বিক সফলতা ও দেশ জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।