Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (৯ মার্চ) শরীয়তপুরের নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা, সহকারি কমিশনার (ভুমি) লাকি দাস।

এসময় বক্তারা বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে।
নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে।