Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্ট: জেলা পরিষদের সাবেক সদস্য লিংকন গ্রেফতার

শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্ট: জেলা পরিষদের সাবেক সদস্য লিংকন গ্রেফতার
শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্ট: জেলা পরিষদের সাবেক সদস্য লিংকন গ্রেফতার

শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্রাহাম লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদারপাড়া এলাকার মৃত শুকুর আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামী ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকন। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।