Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

পিলখানা ট্র্যাজেডি: শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে তদন্ত কমিশন

পিলখানা ট্র্যাজেডি: শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে তদন্ত কমিশন
পিলখানা ট্র্যাজেডি: শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে তদন্ত কমিশন

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশন তাদের আগামী ৩১ মার্চের মধ্যে অনলাইনে বা লিখিতভাবে বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

সাক্ষ্যগ্রহণের তালিকায় রয়েছেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, বাহাউদ্দিন নাছিমসহ সাবেক ও বর্তমান সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফজলে আকবর, জেনারেল (অব.) মঈন ইউ আহমেদ, জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক র‍্যাব মহাপরিচালক হাসান মাহমুদ, সাবেক আইজিপি নুর মোহাম্মদ, সাবেক ডিবি কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম।

কমিশন সাক্ষ্যদানের ক্ষেত্রে অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।