Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার পথে যুক্তরাষ্ট্র: সৌদিতে বৈঠকের ঘোষণা

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার পথে যুক্তরাষ্ট্র: সৌদিতে বৈঠকের ঘোষণা
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার পথে যুক্তরাষ্ট্র: সৌদিতে বৈঠকের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে আয়োজিত এক ব্রিফিংয়ে মাইক ওয়াল্টজ জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তির খসড়া প্রস্তুত করতে ইউক্রেনের সরকারি প্রতিনিধিদলের সঙ্গে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠক করবে যুক্তরাষ্ট্র। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ওয়াল্টজ নিজে উপস্থিত থাকবেন।

ওয়াল্টজ বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার স্পষ্ট করে বলেছেন, এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। ওয়াশিংটন এখন শাটল কূটনীতির পথে হাঁটছে। আমরা ইউক্রেন ও রাশিয়ার দুই পক্ষের বক্তব্য শুনে আলোচনার ভিত্তিতে একটি চুক্তির নথি প্রস্তুত করব।”

তিনি আরও জানান, সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য ন্যাটোর মহাসচিব মার্ক রুট আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের ২৩ দিন পর, ১২ ফেব্রুয়ারি ট্রাম্প পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা টেলিফোনে কথা বলেন। এর ছয় দিন পর, ১৮ ফেব্রুয়ারি সৌদির রাজধানী রিয়াদে ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেন যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ছিল সেই আলোচনার মূল বিষয়।

(সূত্র: আনাদোলু এজেন্সি)